নতুন মাইলফলকে পৌঁছল ভারত, ১৫৪.৬১-কোটি টিকাকরণ সম্পূর্ণ

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় নতুন মাইলফলকে পৌঁছে গিয়েছে ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৭৬ লক্ষ ৩২ হাজার ০২৪ জন প্রাপক। ফলে ভারতে ১৫৪.৬১-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৫৪,৬১,৩৯,৪৬৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভারতে ১৫-১৮ বছর বয়সী ৩ কোটিরও বেশি তরুণ-তরুণী কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।

করোনা-স্ফীতির মধ্যেই কোভিড-পরীক্ষাও চলছে সমানতালে। ভারতে ৬৯.৭৩-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১২ জানুয়ারি সারা দিনে ভারতে ১৮,৮৬,৯৩৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬৯,৭৩,১১,৬২৭-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৮,৮৬,৯৩৫ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। বুধবারের তুলনায় এই সংখ্যা ২৭ শতাংশ বেশি।