কঠোর পরিশ্রমই একমাত্র পথ এবং বিজয়ই অন্যতম বিকল্প : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): করোনার বিরুদ্ধে লড়াইয়ে কঠোর পরিশ্রমই একমাত্র পথ এবং বিজয়ই একমাত্র বিকল্প। দেশের কোভিড-পরিস্থিতি নিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “১০০ বছরের সবচেয়ে বড় মহামারীর বিরুদ্ধে ভারতের যুদ্ধ এখন তৃতীয় বছর হল। কঠোর পরিশ্রমই আমাদের একমাত্র পথ এবং বিজয়ই একমাত্র বিকল্প। ভারতের ১৩০ কোটি মানুষের প্রচেষ্টায় আমরা অবশ্যই করোনার বিরুদ্ধে জয়ী হব।” ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, দেশের সামগ্রিক কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী-সহ প্রায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাই গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকে কোভিড সম্পর্কিত নানা বিষয়ে হয়েছে আলোচনা।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেছেন, আমেরিকার মতো দেশে একদিনে প্রায় ১৪ লক্ষ আক্রান্ত হচ্ছেন। আমাদের বিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সামগ্রিক পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখছেন। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, পাশাপাশি আতঙ্কের পরিস্থিতি যাতে তৈরি না হয় সে দিকেও আমাদের পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে।” ভারতের টিকাকরণ অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “ভারত যোগ্য জনসংখ্যার ৯২ শতাংশের বেশি প্রাপককে টিকার প্রথম ডোজ দিয়েছে। প্রায় ৭০ শতাংশ যোগ্য প্রাপককে দ্বিতীয় ডোজও দেওয়া হয়েছে। ভারত ইতিমধ্যে প্রায় ৩ কোটি ১৫-১৮ বছর বয়সী তরুণ-তরুণদের টিকা দিয়েছে।”

অর্থনীতির বৃদ্ধি যাতে থমকে না যায় সে দিকেও লক্ষ্য রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, আর্থিক কার্যকলাপ যাতে প্রভাবিত না হয় সে দিকেও আমাদের নজর রাখতে হবে এবং আমাদের বৃদ্ধি অবশ্যই বজায় রাখতে হবে। এটি নিশ্চিত করার জন্য, আমাদের অবশ্যই স্থানীয়ভাবে নিয়ন্ত্রণে নজর দিতে হবে। আমাদের অবশ্যই সেই অঞ্চলে পরীক্ষা বাড়াতে হবে যেখান থেকে আরও সংক্রমণের ঘটনা ঘটছে।”