গুয়াহাটি-বিকানের ট্রেন দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা, মোদীর সঙ্গে কথা অশ্বিনীর

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করল ভারতীয় রেল। এখনও পর্যন্ত ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের এবং ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে ভারতীয় রেল এবং গুরুতর আহতদের দেওয়া হবে ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের দেওয়া হবে ২৫ হাজার টাকা।

বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস ১৫৬৩৩ (আপ)-এর চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ১২টি বগি, এই ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিনটি দেহ উদ্ধার হয়েছে, বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। রেলমন্ত্রী নিজে নজর রাখছেন উদ্ধারকাজে। ঘটনার বিস্তারিত বিবরণ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।