দোমোহনির কাছে লাইনচ্যুত গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস, প্রাণহানির শঙ্কা

ময়নাগুড়ি, ১৩ জানুয়ারি (হি.স.): জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে দোমোহনির কাছে লাইনচ্যুত হয়ে গেল গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস ১৫৬৩৩ (আপ)-এর চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বিহারের রাজধানী পাটনা থেকে অসমের গুয়াহাটিগামী ওই এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দোমোহনির কাছে দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে পৌঁছয় একটি উদ্ধারকারী দল। ট্রেনটির ৪-৫টি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। তার জেরে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল বলে প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে।