বিধি ভেঙে প্রচারের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, জবাব দিলীপ ঘোষের

কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স.) : আসানসোল, চন্দননগর কিংবা বিধাননগর সর্বত্রই বিধি ভেঙেই বেপরোয়া ভাবে প্রচার চালাচ্ছেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলের তরফে এই অভিযোগ তোলা হয়েছে। অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তিনি।

রাজ্য নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা জারিই রয়েছে যে কোনও প্রার্থী পাঁচজনের বেশি কর্মী বা সমর্থক নিয়ে প্রচার করতে পারবে না। কিন্তু দিলীপবাবুর প্রচার অনেক ক্ষেত্রে কার্যত মিছিলে পরিণত হচ্ছে। গত দু’দিন বিষয়টি নিয়ে অশান্তি হয়।বৃহস্পতিবার সকালে বিধাননগরে ৩৩ নম্বর ওয়ার্ডে পুরভোটের প্রচারে এফডি পার্কে, এর পর বেলা ১১টায় ৩২ নম্বর ওয়ার্ডের প্রচারে ডিএল ব্লকে যান তিনি। দুটি জায়গাতেই সমাগম হয়েছে।

এ ব্যাপারে দিলীপ ঘোষ প্রতিক্রিয়ায় প্রচারমাদ্যমকে বলেছেন, ‘আমরা এখন নির্বাচন করতে বলিনি। বলেছিলাম, দু-মাস পিছিয়ে দেওয়া হোক। দু-বছর যদি ভোট না করে থাকতে পারে, তাহলে দু-মাস পিছোলে কী অসুবিধা? মানুষ বাঁচলে তো গণতন্ত্র সফল হবে। এখন ভোট হলে হয় ৫০ শতাংশ লোক অসুস্থ হবে, অথবা, ভয়ে বেরোবে না। তাহলে ভোটের কী মানে!দিলীপবাবু বলেন, ’পুলিশ, সুরক্ষাকর্মী অসুস্থ হয়ে যাবে। ভোটকর্মীরা বেরোচ্ছে না, ব্যাপকহারে সংক্রমণ হচ্ছে। কারা সফল করবে ভোট? যদি তৃণমূল মনে করে করোনা পরিস্থিতে ভোট করে ফাঁকা মাঠে জিতে যাবে, সেটা বিজেপি হতে দেবে না। নির্ধারিত সময় ভোট হলে বিজেপিও রাস্তায় নেমে মিটিং-মিছিল করবে।’করোনা কালে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট হচ্ছে। এ নিয়েও যুক্তি দিয়েছেন বিজেপি নেতা। তিনি জানিয়েছেন, ‘বাকি পাঁচ রাজ্যে সরকার আগে থেকে কড়াকড়ি করেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে। তাই ভোট হবে।’