ব্যারাকপুর, ১৩ জানুয়ারি (হি. স.) : রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। উত্তর ২৪ পরগনার পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। এই অবস্থায় এবার করোনার থাবা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। মোট সংক্রমিত ১৪৩ জন।সংক্রমিত ২ যুগ্ম সিপি অজয় ঠাকুর ও ধ্রুবজ্যোতি দে। সংক্রমিত ডিসি ট্রাফিক, ডিসি সেন্ট্রাল ও ডিসি নর্থ। করোনা আক্রান্ত হয়েছেন কমিশনারেটের এক এসিপি ও আক্রান্তদের মধ্যে আছেন ৭ জন আইসি।
এদিকে ব্যারাকপুরেও এবার করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ প্রশাসনের। রাস্তায় মাস্ক না পরে বেরোলেই পুরসভার কিয়স্কে নিয়ে গিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। তাতে পজিটিভ হলেই সরাসরি পাঠিয়ে দেওয়া হবে পুরসভার সেফ হোমে। বৃহস্পতিবার পুলিশ এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন মহকুমা শাসক এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার।ঠিক হয়েছে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ৮টি পুর এলাকায় সোম ও বৃহস্পতি বাজার-দোকান বন্ধ থাকবে। এই দুই দিন প্রতিটি বাজারকে জীবাণুমুক্ত করা হবে।

