শ্রীনগর, ১৩ জানুয়ারি (হি.স.): হু হু করে পারদ পতন হচ্ছে কাশ্মীর উপত্যকায়। প্রবল শৈত্যপ্রবাহে জবুথবু ভূস্বর্গের সর্বত্রই। কাশ্মীর ও লাদাখে হিমাঙ্কের নীচে পৌঁছে গিয়েছে তাপমাত্রার পারদ। শ্রীনগরে তাপমাত্রা কমে মাইনাস ২.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কাশ্মীরের প্রবেশদ্বার কাজিগুন্দে তাপমাত্রা নেমে মাইনাস ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
জমে বরফ হয়ে গিয়েছে উত্তর কাশ্মীরের গুলমার্গ, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ৯.৪ ডিগ্রি। কাশ্মীরের তুলনায় ঠাণ্ডা অত্যধিক কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে। লাদাখের লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা কমে মাইনাস ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, কার্গিলে মাইনাস ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, সাইবেরিয়ার পর বিশ্বের দ্বিতীয় শীতলতম স্থান কার্গিলের দ্রাসে তাপমাত্রা কমে মাইনাস ২১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। ঠান্ডা বাড়ছে জাম্মুতেও, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

