মুম্বই, ১২ জানুয়ারি (হি.স.): আপাতত আইসিইউ-তেই চিকিৎসাধীন রয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কোভিড-১৯ ছাড়াও নিউমোনিয়ায় ভুগছেন কিংবদন্তি এই গায়িকা, আগামী ১০-১২ দিন তাঁকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। বুধবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক (যিনি লতা মঙ্গেশকরের চিকিৎসা করছেন) ডাঃ প্রতীত সামধানি জানিয়েছেন, “লতা মঙ্গেশকর আইসিইউ ওয়ার্ডে রয়েছেন। ১০-১২ দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। কোভিড ছাড়াও নিউমোনিয়ায় ভুগছেন তিনি।”
মঙ্গলবারই জানা যায়, করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পরই লতা মঙ্গেশকরকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। মৃদু উপসর্গ রয়েছে তাঁর শরীরে। তবে তিনি ভালোই আছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়।

