Covid Vaccine: ভারতে ১৫৩.৮০-কোটি টিকাকরণ সম্পন্ন, চিন্তা বাড়াচ্ছে সংক্রমণ-স্ফীতি

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দ্রুততার সঙ্গে চলছে ভারতের টিকাকরণ। টিকাকরণে ফের নতুন মাইলফলকে পৌঁছে গিয়েছে ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৮৫ লক্ষ ২৬ হাজার ২৪০ জন প্রাপক। ফলে ভারতে ১৫৩.৮০-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৫৩,৮০,০৮,২০০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

করোনা-স্ফীতির মধ্যেই কোভিড-পরীক্ষাও চলছে সমানতালে। ভারতে ৬৯.৫২-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১১ জানুয়ারি সারা দিনে ভারতে ১৭,৬১,৯০০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬৯,৫২,৭৪,৩৮০-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৭,৬১,৯০০ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জন। দ্রুত টিকাকরণ ও টেস্টের মধ্যেও করোনার ই বাড়বাড়ন্ত চিন্তা বাড়াচ্ছে।