নানা অনুষ্ঠানে শ্রদ্ধায় স্বামীজীকে স্মরণ মালদায়

মালদা, ১২ জানুয়ারি (হি. স.) : স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বুধবার মালদা জেলায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রভাতফেরী সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে মালদা রামকৃষ্ণ মিশন। উপস্থিত ছিলেন, জেলা শাসক রাজর্ষি মিত্র। কাটছাঁট হয় মালদা রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানে। মাস্ক পরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন মঠাধক্ষ সহ কিছু বিশিষ্ট জন।

রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের স্মরণ-অনুষ্ঠানে প্রধান শিক্ষক স্বামী তপহরানন্দ, ইংরেজবাজারের পুরপ্রশাসক সুমালা আগরওয়াল, সহ-প্রশাসক চৈতালি সরকার ও অন্যান্য বিশিষ্টজনেরা হাজির ছিলেন। এবছর করোনা বিধি মেনে মালদা রামকৃষ্ণ মিশন থেকে স্বামীজীর মূর্তি পর্যন্ত ছোট্ট একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, স্বামীজি এবং কয়েকজন পড়ুয়া। এর পর স্বামীজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। স্বামীজির জন্মদিন উপলক্ষে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করার কথাও জানান তাঁরা।