স্বামীজীর পবিত্র জন্মদিনে শপথ করি, আবার আমাদের ধর্মজীবনে ফিরে যাবো : তথাগত রায়

কলকাতা, ১২ জানুয়ারি (হি . স.) : আবার আমাদের ধর্মজীবনে ফিরে যাবো। স্বামীজীর পবিত্র জন্মদিনে এই শপথ করার আবেদন করলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বুধবার টুইটারে স্বামীজীর লেখা ‘জাগো যুবশক্তি’ থেকে দুটি পাতার প্রতিচ্ছবি-সহ তথাগতবাবু লিখেছেন, “আমাদের জীবনে ধর্মের স্থান সম্বন্ধে উনি যা লিখে গেছেন তা সাত বছর ধরে পায়ে হেঁটে সারা ভারত ঘুরে বেড়াবার অভিজ্ঞতার ফসল। বামপন্থী ও নেহরুবাদীদের অপপ্রচারে আমরা বাঙালি হিন্দুরা ধর্মকে নিয়ে হাসিতামাশা করেছি, দুর্গাপূজাকে ‘শারদোৎসব’ বানিয়েছি, বিশ্বপ্রেমে ভাসছি, তাই আমরা বিলুপ্তির পথে।

এই বিচ্যুতি কিন্তু বাঙালি-মুসলমানের হয় নি, তারা ধর্মকে যথাযোগ্য পবিত্র স্থানে রেখে দিয়েছে। আসুন, আমরা বাঙালি হিন্দুরা স্বামীজীর পবিত্র জন্মদিনে শপথ করি, আমরা আবার আমাদের ধর্মজীবনে ফিরে যাবো। অবশ্যই আধুনিক জীবনযাত্রার সঙ্গে সঙ্গতি রেখে। ফোঁটা কাটতে হবে না, নিরামিষ খেতে হবে না, টিকিও রাখতে হবে না। শুধু পাঁচ মিনিট সময় পেলেই নিজের ইষ্টদেবতাকে স্মরণ করলেই হবে। সুযোগ পেলেই একবার মন্দিরে যাব, শুধু বিপদে পড়লে নয়। বাঙালি হিন্দু জাতিকে বিলুপ্তি থেকে বাঁচাতেই হবে।