করোনার রাশ টানতে প্রচার পুলিশের

কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.): রাজ্য জুড়ে একনাগাড়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । কিন্তু তবুও বিভিন্ন সময় দেখা যাচ্ছে রাস্তাঘাটে বাজারে দোকানে মাস্ক ছাড়াই ঘুরছে সাধারণ মানুষ । কিন্তু সাধারণ মানুষকে সচেতন করতে তৎপর কলকাতা পুলিশ। করোনার রাশ টানতে শহর জুড়ে প্রচার পুলিশের ।

গত কয়েকদিন ধরে শহরজুড়ে আতঙ্ক দিচ্ছে আক্রান্তের সংখ্যা । তবে, শহরবাসীর সেবায় রত কলকাতা পুলিশ । প্রতিদিনের মতো বুধবারও সংক্রমণ এড়াতে শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে সচেতন করেছে কলকাতা পুলিশের । করোনা পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করার একমাত্র উপায় দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা। কিন্তু বিভিন্ন সময়ে শহরের বাজারগুলোর দিকে তাকালে লক্ষ্য করা যায় দূরত্ব বিধি শিকেয় তুলে সেখানে চলছে বাজার দোকান । তবে, শহরবাসীকে সচেতন করতে সর্বদা সজাগ কলকাতা পুলিশ । আর তাই এদিন ধর্মতলা, গড়িয়াহাটে শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করে শহরবাসীকে মাস্ক পরার জন্য , দূরত্ব বজায় রাখার জন্য আবেদন জানানো হয় ।