বিশ্রামগঞ্জ, ১১ জানুয়ারি : বিশ্রামগঞ্জের পুরানবাড়ি এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে চোরেরা বাইক চুরি করে নিয়ে গেছে। বাইকের মালিকের নাম বিশ্বজিৎ দেববর্মা।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বিশ্বজিৎ দেববর্মা ও পরিবারের লোকজন লক্ষ্য করেন ঘরের দরজা ভাঙ্গা। দরজা ভেঙ্গে ঘরের ভেতর থেকে বাইকটি চুরি করে নিয়ে গেছে চোরের দল। বিষয়টি পরিবারের তরফ থেকে বিশ্রামগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ছুটে আসে। পুলিশ ঘটনার তদন্ত করেছে। তবে চুরি যাওয়া বাইক উদ্ধারের কোনো সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে।
2022-01-11

