নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দ্রুততার সঙ্গে চলছে ভারতের টিকাকরণ। টিকাকরণে ফের নতুন মাইলফলকে পৌঁছে গিয়েছে ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৯২ লক্ষ ০৭ হাজার ৭০০ জন প্রাপক। ফলে ভারতে ১৫২.৮৯-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৫২,৮৯,৭০,২৯৪ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
সোমবার থেকেই দেশব্যাপী শুরু হয়েছে স্বাস্থ্যসেবা কর্মী, প্রথমসারির কর্মী এবং কমোর্বিডিটি রয়েছে এমন ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার টিকা দেওয়ার কাজ। সোমবার একদিনেই বুস্টার ডোজ নিয়েছেন ১০.৫ লক্ষাধিক প্রাপক। মঙ্গলবার সকালে টুইট করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। কোভিড-পরীক্ষাও চলছে সমানতালে। ভারতে ৬৯.৩১-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১০ জানুয়ারি সারা দিনে ভারতে ১৫,৭৯,৯২৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬৯,৩১,৫৫,২৮০-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৫,৭৯,৯২৮ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ০৬৩ জন।

