বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : ওমিক্রন আতঙ্কের মধ্যে ভারতে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে রবিবার উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকেকরোনাভাইরাসের সংক্রমণ রুখতে কনটেনমেন্ট জোনের উপর গুরুত্ব আরোপ করলেন প্রধানমন্ত্রী । সেইসঙ্গে কড়া নজরদারি, টিকাকরণ, স্বাস্থ্যবিধি পালন এবং স্বাস্থ্য পরিকাঠামো আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্য সহ অনেকেই।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি, দেশের কোন কোন রাজ্য এবং জেলায় উদ্বেগ বেড়েছে, তা নিয়ে মোদীকে বিস্তারিতভাবে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা । কেন্দ্রের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানানো হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত করার নির্দেশ দেন মোদী।

গত বছরের শেষের দিক থেকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ১৫৯,৬৩২ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। যা আগেরদিনের থেকে ১৮,০০০ বেশি। সেই পরিস্থিতিতে রবিবারের বৈঠকে কনটেনমেন্ট জোনের উপর আরও জোর দিয়েছেন মোদী। যে জায়গায় বেশি সংখ্যক করোনা আক্রান্তের হদিশ মিলছে, সেখানে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন।

করোনার সংক্রমণে লাগাম টানতে রাজ্যগুলির সঙ্গেও সমন্বয় সাধনের নির্দেশ দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, যে রাজ্যগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে।

জেলাস্তরে উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজ্যভিত্তিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে হবে। সেই বৈঠকে করোনা বিধি, জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার কথা বলেছেন প্রধানমন্ত্রী।’ জরুরি ভিত্তিতে শিশুদের টিকাকরণেরও নির্দেশ দিয়েছেন মোদী।

জানা গিয়েছে, বৈঠকে পরিস্থিতি জরিপ করার পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, সোমবার দেশের সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সেই বৈঠকে রাজ্য ধরে ধরে পরিস্থিতি পর্যালোচনা হবে বলে জানা যাচ্ছে।