নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স) : দেশে কোভিড পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ-পর্যায়ের বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, রবিবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। শনিবারের তুলনায় আক্রান্ত বেড়েছে ১২ শতাংশ। এই পরিস্থিতিতে পর্যালোচনায় রবিবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর আগে গত বছর ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী কোভিড নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন। সেখানে তিনি জোর দিয়েছিলেন সতর্ক এবং সাবধান হাওয়ার উপর। তিনি বলেছিলেন, ‘নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কের মধ্যে আমাদের প্রত্যেককে সতর্ক এবং সাবধান হতে হবে। অতিমারির বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি। তাই কোভিড প্রোটোকল কঠোরভাবে মানতে হবে।’
এদিকে দেশে সংক্রমণের এমন ঊর্ধ্বগতি দেখে স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিশ্চিত, এই তৃতীয় ঢেউয়ের মূলে করোনার অতি সংক্রামক প্রজাতি ওমিক্রনই। যদিও দেশের ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা মাত্র ৩৬২৩। এর কারণ, সব কোভিড পজিটিভ ব্যক্তিদের জিনোম সিকোয়েন্সিং হচ্ছে না। কোভিড সুনামিতে জিন পরীক্ষা করাতে হিমশিম খাচ্ছে সব রাজ্য। তাছাড়া উপসর্গের ধরন দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, আক্রান্তের সিংহভাগ ওমিক্রন ধরে চলাই ভালো।

