পাকিস্থানের বালুচিস্থানে ছয় জঙ্গিকে খতম করল পাক সেনা

কোয়েটা, ৯ জানুয়ারি (হি.স) : শনিবার সিটিডি বালুচিস্থানের দায়েশের ছয় সন্ত্রাসীবাদীকে গুলি করে হত্যা করল পাকস্থান সেনা। এর মধ্যে একজন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীও রয়েছে। এর মাথার দাম ২০ লাখ টাকা ঘোষণা করা হয়েছিল। এরা সকলেই পাকিস্থানের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বলে রবিবার জানা গিয়েছে।

সূত্রে জানা গিয়েছে, এরা কোয়েটায় বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল। এদের দীর্ঘদিনের ধরে অনুসন্ধান চলছিল। এদের মধ্যে একজন লস্কর-ই-ঝাংভির একজন সক্রিয় সদস্য ছিল, যারা আগেও বালুচিস্থানের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছিল। সূত্রে খবর পেয়ে কোয়েটার ইস্টার্ন বাইপাসের কাছে একটি গোপন আস্তানায় সামলানির নেতৃত্বে আইএসআইএস (দায়েশ) গ্রুপের সঙ্গে ছিল। এরপর দুপক্ষের গুলির লড়াইয়ে আসগর সামলানি সহ ছয় সন্ত্রাসবাদী নিহত হয় এবং পাঁচ সন্ত্রাসবাদী পালিয়ে যায়। তাদের খুঁজে বের করার জন্য তল্লাশি চলছে।