আগরতলা, ৯ জানুয়ারি : করোনা পরিস্থিতি মোকাবেলায় বাজার হাট দোকানপাট শপিংমল ইত্যাদিতে ভীড় এড়ানোর লক্ষ্যে সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন এবং শপিং মলের কর্ণধারদের নিয়ে রবিবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংগঠনের নেতৃবৃন্দসহ সদরে এসডিএম অসীম সাহা উপস্থিত ছিলেন। বৈঠকে করোনা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
বৈঠক থেকে সদরের মহকুমা শাসক অসীম সাহা ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং শপিংমলের কর্ণধারদের অনুরোধ জানিয়েছেন, করোনা মোকাবেলায় তারা যেন সাবধানতা অবলম্বন করেন। দোকানপাটে ভিড় এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা-বাণিজ্য করতে হবে। ক্রেতা-বিক্রেতা প্রত্যেককে মাস্ক পরিধান করতে হবে। করোণা বিধি সঠিকভাবে মেনে ব্যবসা-বাণিজ্য করার জন্য সদর মহকুমা প্রশাসক ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সদর মহকুমা শাসক অসীম সাহা বলেন, করোণা সম্পর্কে আমাদের প্রত্যেকের অতীত অভিজ্ঞতা রয়েছে। সেই অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে করোণা মোকাবেলায় প্রত্যেকেই দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে। শুধু রাজধানী আগরতলা শহরের বাজার হাট দোকানপাট নয় রাজ্যের সর্বত্রই করোনা মোকাবেলায় সচেতনতা মূলক ব্যবস্থা গ্রহণ করতে সদর এটিএম এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, করোনা যেভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছে তাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। সে কারণেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনকে এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য, রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের সর্বত্র বাজার হাট দোকানপাটসহ অন্যান্য স্থানগুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না বেশিরভাগ মানুষ মাস্ক পরিধান করছেন না। করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হলে প্রশাসনকে ও কঠোর মনোভাব গ্রহণ করতে হবে। বাজার হাটে দোকানপাটে ভিড় এড়াতে প্রশাসনকে নজরদারি বাড়াতে হবে। শুধুমাত্র আর্থিক জরিমানার ভয় দেখিয়ে পরিস্থিতি মোকাবেলা করা কোনদিন সম্ভব হবে না বলেও অনেকেই মনে করেন। করোণা সংক্রমণ সম্পর্কে জনগণকে আরো বেশি করে সচেতন করতে হবে।
2022-01-09

