আগরতলা, ৭ জানুয়ারি (হি. স.) : তৃণমূল নেতা মুজিবুর ইসলাম মজুমদারের খুন হয়েছে। তাই, তাঁকে মারধরের মামলায় খুনের দায়ে ভারতীয় ফৌজদারি দন্ডবিধির ৩০২ ধারা যুক্ত করে চার্জশিট দেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ। আজ তিনি বিধায়ক আশীষ কুমার সাহাকে সাথে নিয়ে মুজিবুর ইসলামের বাড়িতে যান এবং তাঁর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রয়াত মুজিবুর ইসলামের বাড়ি থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বাবু বলেন, গত ২৮ আগস্ট দুস্কৃতিদের হাতে নিজ বাড়িতেই গুরুতরভাবে আক্রান্ত হয়েছিলেন মুজিবুর। তাঁর ভেঙ্গে দিয়েছিল এবং মাটিতে ফেলে তাঁকে বুট দিয়ে মেরেছিল দুস্কৃতিকারীরা। তাতে তিনি সুস্থ হতে পারেননি।
সুদীপ বাবু বলেন, মুজিবুর ইসলামের মতো ভদ্রলোক রাজনীতির আঙ্গিনায় পাওয়া দুস্কর। তাঁর কোন শত্রু ছিল না। তাঁর মর্মান্তিক মৃত্যুতে আমরা সবাই মর্মাহত এবং ব্যথিত। বিজেপি বিধায়ক দাবি জানান, মুজিবুর ইসলামকে মারধরের মামলায় এখন ভারতীয় দন্ডবিধি ৩০২ ধারা যুক্ত করা হোক। কারণ, দুস্কৃতিকারীরা তাঁকে খুন করেছে। তাই, অভিযুক্তদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা হোক এবং ওই ধারা যুক্ত করে পুলিশ চার্জশিট জমা দিক।
সুদীপের কথায়, মুজিবুর ইসলাম আজ আমাদের মধ্যে নেই মেনে নেওয়া কষ্টকর। কারণ, তাঁর সাথে শৈশব থেকে পরিচয় এবং বন্ধুর সম্পর্ক। তাঁর বিশ্বাস, মুজিবের বিদেহী আত্মা বিচার অবশ্যই পাবে।
2022-01-07

