ঢাকা, ৭ জানুয়ারি (হি. স.) :ঢাকার গ্রিন রোডের আর এস টাওয়ারে বিধ্বংসী আগুন। ঘটনাটি ঘটেছে শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ। দমকলের চারটি ইউনিট বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগা ১৪তলা ভবনের পাঁচতলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের চারটি ইউনিট কাজ করছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছ দমকল।সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, আগুন আপাতত নিয়ন্ত্রণে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়।

