বেজিং, ৭ জানুয়ারি (হি.স.): দক্ষিণ-পশ্চিম চিনের উইলং জেলার চংকিং শহরে বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল একটি সরকারি দফতরের ক্যান্টিনের বিল্ডিং। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, আটকে পড়েছেন কমপক্ষে ২০ জন। শুক্রবার দুপুর ১২.১০ মিনিট নাগাদ এই বিস্ফোরণ হয়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ। বিস্ফোরণের পরই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুক্রবার দুপুরে চংকিং শহরে সরকারি দফতরের ক্যান্টিনে বিস্ফোরণ হয়। গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে ক্যান্টিনের একাংশ। আগুনও ধরে যায় বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ জনের। শেষ পাওয়া খবর অনুযায়ী, উদ্ধারকাজ চলছে।

