ওয়াশিংটন, ৬ জানুয়ারি (হি.স.): আমেরিকায় ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে করোনাভাইরাসের প্রকোপ। ওমিক্রন আবহে এক দিনে ৭ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মার্কিন মুলুকে। দ্রুত বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কোভিডের দু’টি ঢেউয়ের তুলনায় এখন তিন গুণ বেশি সংক্রমণ হচ্ছে আমেরিকায়। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ০৪ হাজার ৬৬১ জন, নতুন করে ৭,০৪,৬৬১ জন সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৫৮,৮০৫,১৮৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।
পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ১,৮০২ জনের। নতুন করে ১,৮০২ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৫৩ হাজার ৬১২ জনের। আমেরিকায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪১,৯৯৯,৮৯৬ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১৫,৯৫১,৬৭৮-এ পৌঁছেছে। আমেরিকায় সংক্রমণে এখন চালিকাশক্তির ভূমিকায় ওমিক্রন, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিন্তা বাড়ছে জো বাইডেন প্রশাসনের।

