খোয়াইয়ে চোরের উপদ্রব

আগরতলা, ৬ জানুয়ারি : খোয়াইয়ে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে চোরের উপদ্রব। গত বেশ কয়েকদিন ধরেই জেলা শহর সহ শহরতলীতে বেড়েছে চোরের আনাগোনা। মানুষ চুরির আতংকে ভুগছেন। খোয়াই থানাধীন মহাদেবটিলা গ্রাম এলাকায়  কমকরেও দশ বারোটি বাড়ীতে হানা দেয় সিঁদেল চোরের দল। তবে কোন বাড়ীতেই চোরেরা খুব একটা সুবিধে না করতে পেরে কয়েকটি বাড়ীর উঠোনে লোটা, ঘটি, বালতি, মগ, বস্তা ইত্যাদি ঘর গৃহস্থালীর জিনিসপত্র যা পেয়েছে , তাই তুলে নিয়ে গেছে। এক বাড়ীর  উঠোনে কৃষকের স্প্রেয়ার মেশিন নিয়ে গেছে চোরেরা। এছাড়াও মহাদেবটিলা বাজারের দুই তিনটি দোকানে তালা কেটে ভেতরে ঢুকে চুরি করার চেষ্টা করে চোরের দল। তবে দরজার বাইরের দিকের তালা কাটতে পারলেও ভেতরের দিকে লাগানো তালা কাটতে ব্যার্থ হয়ে রণে ভংগ দেয় চোরেরা। খোয়াইবাসী রাত্রিকালীন পুলিশী টহলদারী জোরদার করার দাবী জানিয়েছে। প্রশাসনের হস্তক্ষেপের দাবীও উঠেছে।