সুরাট, ৬ জানুয়ারি (হি.স.): গুজরাটের সুরাটে রাসায়নিক ট্যাঙ্কার থেকে গ্যাস লিকেজে অকালেই প্রাণ হারালেন ৬ জন। বিষাক্ত ঝাঁঝালো গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে ২০ জন। প্রত্যেককে সুরাটের একটি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরের ঘটনা। যে ট্যাঙ্কারটি থেকে গ্যাস লিকেজ হয়েছে সেই ট্যাঙ্কারটিতে জেরি রাসায়নিক ভরা হচ্ছিল। সিভিল হাসপাতালের চিকিৎসক ডাঃ ওমকার চৌধুরী জানিয়েছেন, গ্যাস লিকেজে অসুস্থ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে ও ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার সকালে সুরাটের সচিন জিআইডিসি শিল্পাঞ্চলীয় এলাকায় একটি কোম্পনি চত্বরে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কার থেকে গ্যাস লিকেজ হয়। ভোর তখন চারটে, ট্যাঙ্কারের চালক যখন নর্দমায় বর্জ্য ফেলার চেষ্টা করছিলেন, তখন রাসায়নিক বাতাসের সংস্পর্শে চলে আসে, যার ফলে বিপর্যয় ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভাদোদরা থেকে এসেছিল ট্যাঙ্কারটি, ট্যাঙ্কারের চালক বেআইনিভাবে সচিন জিআইডিসি এলাকার একটি ড্রেনে রাসায়নিক বর্জ্য ফেলার চেষ্টা করছিল। ঘটনার পর থেকেই পলাতক ট্যাঙ্কারের চালক। পুলিশ তদন্ত শুরু করেছে।

