আগরতলা, ৪ জানুয়ারি : আগরতলায় এসে পৌছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আগরতলা পৌছেই এমবিবি বিমান বন্দরের নব নির্মিত টার্মিনাল ভবন ঘুরে দেখেন। কেন্দ্রীয় বেসামরিক পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাঁকে নতুন টার্মিনাল ভবনের মাস্টার প্ল্যান বুঝিয়েছেন। সাথে ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য।
প্রধানমন্ত্রী এদিন বিমান বন্দরের আন্তর্জাতিক যাত্রীদের জন্য রাখা ব্যবস্থা ঘুরে দেখেছেন। সেখান থেকে তিনি স্বামী বিবেকানন্দ ময়দানের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

