প্রধানমন্ত্রীর সফরে আরও প্রকল্পের আশায় ত্রিপুরা, দাবি বিজেপির

আগরতলা, ৩০ ডিসেম্বর (হি. স.) : ইতিপূর্বে প্রধানমন্ত্রীর সফরে প্রত্যাশার থেকে বেশিই পেয়েছে ত্রিপুরা। এবারও তার ব্যতিক্রম হবে না বলে দৃঢ় বিশ্বাস প্রদেশ বিজেপি নেতৃবৃন্দের। ফলে, আগামী ৪ জানুয়ারী প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জনসভায় ৫০ হাজার লোক সমাগম হবে বলে দাবি করেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তাঁর দাবি, এমবিবি বিমান বন্দরের নব নির্মিত টার্মিনাল ভবনের উদ্বোধন করেই থেমে থাকবেন না প্রধানমন্ত্রী। ত্রিপুরার জন্য আরও বেশ কিছু প্রকল্পেরও ঘোষণা দেবেন নিশ্চয়ই।
আজ প্রদেশ বিজেপি মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নবেন্দু বাবু বলেন, ত্রিপুরায় আগামী ৪ জানুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। এমবিবি বিমানবন্দরের নামাকরনেও তিনি এসেছিলেন। এখন তাঁর হাত দিয়েই ওই বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ নিতে চলেছে। তাঁর কথায়, ইতিপূর্বে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির সমস্ত কিছুই বাস্তবায়িত হয়েছে। হীরা দেবেন বলেছিলেন, ত্রিপুরা এখন হীরা প্লাস হয়েছে। জাতীয় সড়ক, বিকল্প জাতীয় সড়ক সহ পরিকাঠামো উউন্নয়নে সমস্ত প্রতিশ্রূতি বাস্তবায়িত হয়েছে। তাই, আগামী ৪ জানুয়ারী ত্রিপুরা সফরে প্রধানমন্ত্রী আরও কিছু ঘোষণা দেবেন বলেই মনে হচ্ছে, দাবি করেন বিজেপি মুখপাত্র।
তাঁর কথায়, নির্ধারিত সূচী অনুযায়ী প্রধানমন্ত্রী মনিপুর থেকে ত্রিপুরায় আসবেন এবং দুপুর ১তা নাগাদ স্বামী বিবেকানন্দ ময়দানে প্রবেশ করবেন। সেখানেই ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন। তিনি বলেন, বিজেপি কার্যকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিপুল উত্সাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সকলেই তাঁকে কাছে থেকে দেখতে চাইছেন। তাই, কার্যকর্তারা সুরক্ষিতভাবে জনসভায় আসতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন সেই বার্তা দেওয়া হয়েছে।
এদিন তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর জনসভায় নিরাপত্তা সংক্রান্ত বিষয় রয়েছে। ফলে, লোক সমাগমে বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ মানতে হবে। তবুও, ওইদিনের জনসভায় ৫০ হাজার লোক সমাগম হবে বলে তিনি দৃঢ়তার সাথে দাবি করেন।