মুম্বই, ৩০ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রে গত কয়েক দিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-সংক্রমণ। ওমিক্রনে আক্রান্তের সংখ্যার নিরিখে দিল্লির পরই রয়েছে মহারাষ্ট্র। এমতাবস্থায় বর্ষবরণ উৎসবে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন, এখানেই শেষ নয় সংক্রমণ ঠেকাতে মুম্বই শহরে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে মুম্বই পুলিশ। ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকেই শুরু হচ্ছে এই বিধিনিষেধ, চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত।
৩০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত মুম্বইয়ে লাগু থাকবে ১৪৪ ধারা, এই সময়ের মধ্যে আয়োজন করা যাবে না কোনও অনুষ্ঠান। ঘরে হোক বা রেস্তরাঁ, বার, পাব— কোথাও কোনও পার্টির আয়োজনও করা যাবে না। পাশাপাশি বর্ষবরণের উৎসবেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই নির্দেশ অমান্য করলে মহামারি আইন এবং ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, মহারাষ্ট্রে ওমিক্রনে মোট আক্রান্ত ২৫২, তাঁদের মধ্যে ৯৯ জন সুস্থ হয়েছেন।
