Accident: মধ্যপ্রদেশে গাছে গাড়ির ধাক্কায় দম্পতি-সহ মৃত ৪, প্রাণে বাঁচলেন দু’জন

বেতুল, ৩০ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের বেতুল জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারল একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও দু’জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে জেলাসদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বেতুল-ইন্দোর জাতীয় সড়কের ওপর একটি চিনিকলের কাছে। হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

চিচোলি থানার ইন্সপেক্টর অজয় সোনি জানিয়েছেন, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারেন। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের, হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় একজনের। দুর্ঘটনায় মৃতদের নাম-রাজকুমার চাধোকার (৩৮), তাঁর স্ত্রী শোভা (৩৫), অনিল (৪৫) ও নিশংসু (২৩)। প্রত্যেকেই বেতুল জেলার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।