কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার রামনগর এলাকায়। নিহতের নাম শিবানী মন্ডল (২৫) ও মুর্শিদা ঢালী( ৩২)। রাম নগর এলাকার বাসিন্দা তাঁরা।
সূত্রের খবর, এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন শিবানী ও তার সঙ্গী মুর্শিদা। সেই সময় ক্যানিং থেকে বারুইপুরগামী একটি মুরগি বোঝাই মিনি ট্রাক ধাক্কা মারে তাঁদেরকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবানীর। গুরুতর জখম হন মুর্শিদা ঢালী। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মুর্শিদার। অন্যদিকে, ঘাতক গাড়িটিকে স্থানীয়রা আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।