নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ মেলাঘর থানা এলাকার তেলকাজলা থেকে বাইক চোরকে আটক করেছে পুলিশ৷ আটক বাইক চোর এর নাম আলী হোসেন৷ তার বাড়ি ইন্দিরানগর ৭ নং ওয়ার্ডে৷ জানা যায়, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ তাকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ তার বিরুদ্ধে যাত্রাপুর থানা এবং বিশালগড় থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে৷
সে একজন কুখ্যাত চোর বলে পুলিশ জানিয়েছে৷তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল৷পুলিশ তাকে আটক করার জন্য প্রচেষ্টা জারি রাখে৷শেষ পর্যন্ত তাকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ৷তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে৷তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই চক্রের আরো কয়েকজনকে জালে তোলার জন্য পুলিশের প্রয়াস অব্যাহত রয়েছে৷ পুলিশ এ ক্ষেত্রে আরো সাফল্য পাবে বলে আশাবাদী৷