নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): দিল্লিতে ওমিক্রন-আক্রান্ত কোনও রোগীর এখনও পর্যন্ত অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হয়নি, জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। একইসঙ্গে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, অধিকাংশ ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে বিমানবন্দরেই, আন্তর্জাতিক বিমান আসার কারণেই ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়েছে।
ভারতে বুধবার সকাল পর্যন্ত ওমিক্রনে মোট আক্রান্ত হয়েছেন ৭৮১ জন, আক্রান্তের নিরিখে শীর্ষে দিল্লি। দিল্লিতে সংক্রমিত ২৩৮ জন। বুধবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, এখনও পর্যন্ত ওমিক্রন সংক্রমিত কোনও রোগীর অক্সিজেনের প্রয়োজন হয়নি দিল্লিতে। আন্তর্জাতিক বিমান আসার কারণেই বেড়েছে আক্রান্তের সংখ্যা।