নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৮ ডিসেম্বর৷৷ মাঝরাস্তায় ইঞ্জিন বিকল হয়ে যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে বিশ্রামগঞ্জ ষ্টেশনে৷ মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় পেটভরা যাত্রী নিয়ে সাব্রুমের উদ্দেশ্যে রওনা দেয় ০৭৬৯০ নম্বর আপ ট্রেনটি৷ যাত্রার শুরু থেকেই ডিগডিগ করে চলতে থাকায় যাত্রীরা সন্দেহ প্রকাশ করেছেন৷ অবশেষে সন্ধ্যা সাড়ে পাঁচটায় কোনমতে বিশ্রামগঞ্জ ষ্টেশনে পৌঁছে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি৷ অনেকক্ষণ পর রেলওয়ে তরফে ঘোষণা দেওয়া হয় হতাশার ঘোষণা৷
একেকবার একেক রকম ঘোষণা দেয় রেলওয়ে৷ ক তৃপক্ষের সাথে যোগাযোগ করলে কখনো ধর্মনগর, কখনো তেলিয়ামুড়া আবার কখনও জিরানিয়া থেকে ইঞ্জিন আসার কথা বলা হচ্ছে৷ একদিকে যাত্রীদের সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তি অন্যদিকে শীতে দুর্দশা চরমে উঠে তাদের৷ তার উপরে ট্রেনের জলবিহীন টয়লেট, দুর্গন্ধ৷ এককথায় নাভিশ্বাস উঠেছে তাদের৷
যাত্রীরা বাধ্য হয়ে জল কিনে শৌচকর্ম সারছেন৷ তাদের ক্ষোভ প্রায় সময়ই এই রুটে ইঞ্জিন বিকল হয়ে পড়ে৷এটা স্বাভবিক ভাবে হতেই পারে৷অথচ আগরতলা ষ্টেশনেও একটি বিকল্প ইঞ্জিন থাকে না৷ রাত সোয়া সাতটা অব্দি ইঞ্জিন আসেনি৷ রেলওয়ের এই বদান্যতায় তাঁরা ক্ষোভ প্রকাশ করে সংস্লিস্ট সমস্যা নিরসনের দাবী জানান৷