নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ সদর জেলা প্রশাসন এবং রাজস্ব দপ্তর এর যৌথ উদ্যোগে রাজবাড়িতে মঙ্গলবার বিপর্যয় মোকাবেলা সংক্রান্ত বিষয়ে মগডিল অনুষ্ঠিত হয়৷ উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরা ভূমিকম্পন জোনে অবস্থিত যেকোনো সময় ভয়াবহ ভূমিকম্প ঘটতে পারে৷
সেজন্যই আগাম প্রস্তুতি স্বরূপ রাজবাড়ীতে মঙ্গলবার বিপর্যয় মোকাবেলা সংক্রান্ত মগডিল অনুষ্ঠিত হয়৷ মুখ দিলে অংশ নেয় এনডিআরএফ, এসডিআরএফ, ফায়ার সার্ভিস,স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য দপ্তর৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বলেন, ত্রিপুরা ভূমিকম্পের পঞ্চম অবস্থিত৷ যেকোনো সময় ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে৷ সেজন্যই ভূমিকম্প হলে কিভাবে উদ্ধারকার্য সংগঠিত করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যেই এ ধরনের মগডিল সংঘটিত করা হয়েছে৷ শুধু রাজ বাড়িতেই নয় অন্যান্য স্থানেও আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন৷