ভূপাল, ২৯ ডিসেম্বর (হি.স) : মধ্যপ্রদেশে ফের বাড়ছে করোনার গতি। গত ২৪ ঘণ্টায় ৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। উদ্বেগের বিষয়, নতুন আক্রান্তদের মধ্যে ৩৭ জন দুটি করে ভ্যাকসিন নিয়েছেন।
ইন্দোরে ৩২ টি নতুনভাবে আক্রান্তের খবর পাওয়া গেছে, আর ভোপালে ছয়জন রোগী পাওয়া গেছে। দুবাই থেকে ফিরে আসা একজন ব্যক্তিও এখানে সংক্রামিত, যার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। উজ্জায়ন, ঝাবুয়া এবং জবলপুরে ২ জন এবং নরসিংহপুর, গোয়ালিয়র, খারগোন এবং রতলামে ১ জন রোগী পাওয়া গেছে।
এখন পর্যন্ত করোনার নতুন রূপ ওমিক্রন রাজ্যে নয়জন রোগী পাওয়া গেছে। এর মধ্যে সাত রোগী সুস্থ হয়েছেন। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩০৭ তে পৌঁছেছে। ২৮ দিনে রাজ্যে ৬৩১ সংক্রমিত পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ইন্দোরে সর্বাধিক ২৭৯টি এবং ভোপালে ২১১টি। ভোপালে বর্তমানে ৭২ টি আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে ৫৮ জন হোম আইসোলেশনে এবং ১৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। রাজ্যে এখনও পর্যন্ত ৭ লাখ ৯৩ হাজার ৮০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৯৬৯ জন। করোনায় প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৫৩৩ জন। মঙ্গলবারও ২৬ জন রোগী সুস্থ হয়েছেন। পরীক্ষার জন্য প্রায় ৬৩ হাজার নমুনা নেওয়া হয়েছে। পুনরুদ্ধারের হার ৯৮ শতাংশের বেশি।