এথেন্স, ২৯ ডিসেম্বর (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল গ্রিসের ক্রিট দ্বীপপুঞ্জে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৭। বুধবার তীব্র ভূকম্পন টের পাওয়া গিয়েছে মিশরীয় শহরেও। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি অথবা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বহু মানুষ জোরালো ভূকম্পন টের পেয়েছেন, সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখেন, “আমি অনুভব করেছি”, “ওহ মাই গড!” প্রভৃতি।
প্রথমে জানানো হয়েছিল, ভূমিকম্পের তীব্রতা ৬.১, পরে জানানো হয় ৬.১ নয় ভূমিকম্পের তীব্রতা ৫.৭। ভূপৃষ্ঠের ৮০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।