নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়ার জারিলং বাড়ি এলাকায় গতকাল রাতে বন্যহাতির তাণ্ডবে একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার গভীর রাতে বন্য হাতির দল ওই এলাকায় নেমে এসে তাণ্ডব চালিয়েছে৷ তাতে একটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অন্যান্য আরো কয়েকটি বাড়িতে বন্য হাতির দল ভাঙচুর চালায়৷ চিৎকার- চেঁচামেচিতে গ্রামের মানুষজন ঘর থেকে বেরিয়ে আসেন৷ খবর পাঠানো হয় বনদপ্তরের স্বেচ্ছাসেবীদের৷
বনদপ্তর এর স্বেচ্ছাসেবী এবং স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত বন্যহাতির দলকে এলাকা থেকে তাড়ানো সম্ভব হয়েছে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই এলাকায় প্রতিনিয়ত বন্য হাতির দল তাণ্ডব চালাচ্ছে৷ এর ফলে এলাকার মানুষজন তীব্র আতঙ্কে দিনাতিপাত করছেন৷ বিশেষ করে রাতের বেলায় এলাকার মানুষজন যখন ঘুমিয়ে পড়েন সেই সুযোগকে কাজে লাগিয়ে বন্য হাতির দল এসে ফসল নষ্ট করে দিচ্ছে,গোলার ধান খেয়ে নিচ্ছে,এমনকি বাড়িঘর ভেঙ্গে চুরমার করে দিচ্ছে৷ বন্যহাতির তাণ্ডবে প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটেছে৷ বন্যহাতির তাণ্ডব মোকাবেলায় বনদপ্তর কঠোর মনোভাব গ্রহণ করতে এলাকাবাসীর তরফ থেকে বারবার দাবি জানানো হলেও বন্যহাতির দলকে প্রতিহত করা কষ্টকর হয়ে উঠেছে৷

