নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও দুই টিকা কোভোভ্যাক্স ও কোরবেভ্যাক্সকে ভারতে ব্যবহারের ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। এর সঙ্গেই অ্যান্টি ভাইরাল ওষুধ মলনুপিরাভিরকে করোনা আক্রান্ত রোগীদের বিশেষ ক্ষেত্রে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। টিকা দু’টি কেন্দ্রীয় সংস্থার বিশেষজ্ঞ প্যানেলের বিবেচনাধীন ছিল। সোমবারই ওই বিশেষজ্ঞ প্যানেল চূড়ান্ত ছাড়পত্রের জন্য পাঠায়।
মঙ্গলবার সকালে দু”টি টিকা ও ওষুধকে ছাড়পত্র দেওয়ার বিষয়টি টুইট করে জনিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। টুইটারে মনসুখ জানিয়েছেন, “অভিনন্দন ভারত। কোভিড-১৯ বিরুদ্ধে লড়াইয়ে আরও মজবুত করতে একদিনে কোভোভ্যাক্স টিকা, কোরবেভ্যাক্স টিকা ও অ্যান্টি ভাইরাল ওষুধ মলনুপিরাভিরকে অনুমোদন দেওয়া হয়েছে।”

