Died : তেলিয়ামুড়ায় রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ ডিসেম্বর৷৷ রেল লাইনে কাঁটা পড়ে মৃত্যু হল এক পঞ্চাশ ঊধর্ো ব্যাক্তির৷ ঘটনা তেলিয়ামুড়ার মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ণ এলাকায়৷ প্রাপ্ত খবর এরকম যে,, শনিবার রাতে তেলিয়ামুড়া রেল পুলিশের কাছে খবর আসে তেলিয়ামুড়া মাইগঙ্গা এলাকায় রেলের ধাক্কায় এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে৷ সেই খবর মোতাবেক রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষ করে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ব্যাক্তির৷


প্রথম পর্যায়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এই ব্যাক্তির পরিচয় না জানতে পারলেও পরবর্তীতে ওই অপরিচিত ব্যাক্তির পরিচয় জানা যায়৷ মাইগঙ্গা অফিসটিলা এলাকার বাসিন্দা ৫৫ বছর বয়সি ঠাকুর চাঁন বিশ্বাসের নিথর মৃতদেহ এটি৷ ঘটনার খবর যায় পরিবারের লোকজনদের কাছে, পরবর্তীতে তেলিয়ামুড়া রেল পুলিশ ঠাকুর চাঁন বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য৷ পরবর্তীতে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা যায়৷ তবে রেল পুলিশের প্রাথমিক অনুমান, রাতের মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ৫৫ বছর বয়সি ঠাকুর চাঁন বিশ্বাসের৷ তবে এই মৃত্যুর মূল কারণ কি সম্পূর্ণটাই বেরিয়ে আসবে ময়নাতদন্ত শেষে৷