Injured : দেশী বন্দুকের গুলিতে জখম শিশু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ দেশী বন্দুকের গুলিতে ঘায়েল হল শিশু৷ ঘটনাটি ঘটেছে কাকড়াবন থানার অধীন শিলঘাটি এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় ওই শিশুর বাড়িতেই তার কাকা একটি দেশী বন্দুক রেখেছিল বনে শিকারের জন্য৷ ওই শিশু বন্দুক নিয়ে খেলছিল৷ তখনই হঠাৎ গুলি ছুড়ে দেয় সে৷ তাতে সে গুলিবিদ্ধ হয়৷

ওই শিশুর নাম কিশোর দেববর্মা৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *