বেঙ্গালুরু, ২৬ ডিসেম্বর (হি.স) : করোনা ভাইরাসের ওমিক্রণ ভেরিয়েন্ট ক্রমশ থাবা বসাচ্ছে। গতকাল কর্নাটকের আরও সাতজনের অমিক্রণ আক্রান্তের খবর প্রকাশ্যে আসার পর সে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৮ জন। রাজ্যে অমিক্রণ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় রবিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ এবং আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছেন। জানা গিয়েছে এই বৈঠক এ রাজ্যের অর্থমন্ত্রী আর অশোক, স্বরাষ্ট্রমন্ত্রী রাগা যোগেন্দ্র, স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর, মুখ্যসচিব রবি কুমার সহ স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত হয়েছেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৯৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪২২ জন।