Maharashtra : বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

মুম্বই, ২৬ ডিসেম্বর (হি.স) : কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাসের ওমিক্রণ রোধে বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। শনিবার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ১০ জানুয়ারি থেকে দেশের প্রতিটি সম্মুখসারির যোদ্ধা, করোনা যোদ্ধাদের কোভিডের বুস্টার ডোজ দেওয়া হবে৷ পাশাপাশি ১৫ থেকে ১৮ বয়সীদের মধ্যে টিকাকরণ শুরু হবে৷ ২০২২ সালের ৩ জানুয়ারি সোমবার থেকে ওই বয়সীদের টিকাকরণ অভিযান হবে৷

মহারাষ্ট্র স্বাস্থ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বুস্টার টিকা দেওয়ার যে দাবি উঠেছিল, তা পূরণ করলেন তিনি। পাশাপাশি এবার শিশুদের করোনা ভাইরাসের টিকাকরণ সম্পূর্ণ করে বিদ্যালয় গুলো পুনরায় চালু করার দাবি জানিয়েছেন তিনি।