Militancy : কাশ্মীরে জঙ্গিদমনে বড় সাফল্য, এনকাউন্টারে খতম আইএস জেহাদি-সহ ৫

শ্রীনগর, ২৬ ডিসেম্বর (হি.স) : শনিবার গভীর রাতে গুলির লড়াইয়ে এক জঙ্গিকে খতম করা হয়। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে অনন্তনাগের শ্রীগুফওয়ারা এলাকায় গুলির লড়াই শুরু হয়। সেই এনকাউন্টারে নিহত হয় এক জেহাদি। উদ্ধার হয় বিপুল আগ্নেয়াস্ত্র। যা দেখে গোয়েন্দাদের আশঙ্কা, পর্যটনের মরশুমে ভূস্বর্গে বড়সড় নাশকতার ছক ছিল। নিহত জঙ্গির পরিচয় সামনে আসতে ঘুম উড়েছে যৌথবাহিনীর। কাদিপোরা এলাকার বাসিন্দা ফাহিম কিছুদিন আগেই জেহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের শাখা সংগঠনে যোগ দিয়েছিল।

সম্প্রতি এক জঙ্গি হামলায় বিজবেহরা থানার জঙ্গি এএসআই মহম্মদ আশরাফ শহিদ হন। তাঁর মৃত্যুর পিছনে ফাহিমের হাত ছিল বলেই দাবি করেছেন কাশ্মীরের পুলিশ।