Earthquake : সাতসকালে ভূমিকম্প মহারাষ্ট্রের পালঘরে

মুম্বই, ২৬ ডিসেম্বর (হি.স) : রবিবার ভোরে মৃদু ভূকম্পন অনুভূত হল মহারাষ্ট্রের পালঘরে। এদিন ভোর ৫টা ৩৫ মিনিটে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯। ওমিক্রন উদ্বেগের মাঝেই মহারাষ্ট্র কেঁপে উঠল ভূমিকম্পে। জেলা বিপর্যয় দফতরের প্রধান বিবেকানন্দ কদম জানিয়েছেন, এই কম্পনে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগেও একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে মহারাষ্ট্রের পালঘর। ২০১৮ সালের নভেম্বর থেকেই বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়েছে ওই জেলায়। বিশেষ করে তালসারি তালুকের দুন্দালওয়াড়ি গ্রামে এবং ডাহানু তালুকের বেশ কিছু জায়গা বারবার কেঁপে উঠেছে ভূমিকম্পে। ফের কয়েক মাস পর রবিবার ভোরে কেঁপে উঠল মহারাষ্ট্রের পালঘর।
এর আগে ২২ ডিসেম্বর পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল দক্ষিণ ভারতের কর্নাটকের বেঙ্গালুরু। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনএসসি) রিপোর্ট অনুযায়ী, ওইদিন সকাল ৭টা ৯ মিনিটে প্রথমবার ভুমিকম্প অনুভূত হয়। দ্বিতীয়বার আবার ৭টা ১৪ মিনিটে। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৩.৩ এবং ৩.১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *