নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের শিশুবিহার সুকল সংলগ্ণ ১ নং এমএলএ হোস্টেলের বাউন্ডারি ওয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি ব্যক্তিগত গাড়ি৷ গাড়ির চালক মদমত্ত অবস্থায় ছিল৷ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ আদালতে সোপর্দ করেছে৷ আদালত ওই গাড়ি চালককে আগামী তিন জানুয়ারী পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে৷ যদিও পুলিশের তরফ থেকে গাড়ি চালককে পুলিশ রিমান্ডে দেয়ার জন্য আদালতে আর্জি জানানো হয়েছিল৷
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নম্বরবিহীন একটি ব্যক্তিগত গাড়ি ১নং এমএলএ হোস্টেল এলাকায় বেপরোয়া ভাবে যাচ্ছিল৷ সেখানে কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা গাড়িটিকে থামানোর চেষ্টা করেছেন৷ কিন্তু, চালক তথা টিএমসি’র চিকিৎসক শুভজিৎ ধর নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নির্দেশ অমান্য করে চালিয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ১নং এমএলএ হোস্টেলের বাউন্ডারি ওয়ালে ধাক্কা দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক তথাডাক্তার শুভজিৎ ধরকে আটক করে থানায় নিয়ে যায়৷ তিনি মদমত্ত অবস্থায় ছিলেন তখন৷ এমনকি গাড়ির ভেতরেও মদের বোতল পেয়েছে পুলিশ৷
এদিকে, এপিপি বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, পুলিশ শুক্রবার শুভজিৎ ধরকে আদালতে সোপর্দ করেছে৷ আদালত ৩ জানুয়ারী পর্যন্ত শুভজিৎ ধরকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে৷