লখনউ, ২৪ ডিসেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন উত্তর প্রদেশের তিন-বারের বিধায়ক ও উত্তর প্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজেন্দ্র ত্রিপাঠি। শুক্রবার লখনউতে বিজেপিতে যোগ দিয়েছেন রাজেন্দ্র ত্রিপাঠি, তিনি ছাড়াও কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি ও আরএলডি-র কয়েকজন নেতা এদিন বিজেপি পরিবারের সামিল হয়েছেন।
কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে এদিন বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রয়াগরাজের তিন-বারের বিধায়ক রাজেন্দ্র ত্রিপাঠি। এদিন আরও যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা হলেন-প্রাক্তন বিএসপি বিধায়ক কৃষ্ণপাল সিং রাজপূত (ঝাঁসি), আরএলডি-র মুনীদেবী শর্মা (বিজনৌর), বিএসপি-র বীর সিং প্রজাপতি (বুলন্দশহর) এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা সদস্য কুনওয়ার বলবীর সিং চৌহান প্রমুখ। বিজেপিতে যোগ দেওয়ার সময় সকলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপর তাঁদের অগাধ বিশ্বাস রয়েছে।

