নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ আগামী ১৩ ও ১৪ জানুয়ারি ছবিমুড়াতে ছবিমুড়া উৎসব এবং চাক্রাকমা হাঙগ্রাই অনুষ্ঠিত হবে৷ বিধায়ক রি’ত দাসের সভাপতিত্বে সম্পতি অমরপুর ডাক বাংলোয় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়৷
সভায় অমরপুর নগর প’ায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা, অমরপুর প’ায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শঙ্করানন্দ সাহা, জমাতিয়া হদার পা’ায় পদ্ম চরন জমাতিয়া ও পূর্ণ মোহন জমাতিয়া, মহকুমা শাসক বিজয় সিনহা সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ সভায় সিদ্ধান্ত হয়, ১৩ জানুয়ারি বিকালে ছবিমুড়া উৎসবের উদ্বোধন করা হবে৷ সারা রাত ব্যাপী সাংস্ক’তিক অনুষ্ঠান হবে৷ এতে জাতি, জনজাতির শিল্পীগণ অংশ গ্রহণ করবেন৷ উৎসবে তীর্থ যাত্রীদের জন্য সরকারি ভাবে অস্থায়ী শেড ঘর নির্মাণ করা হবে৷ সরকারী প্রদর্শনী স্টল খোলা হবে৷ সঙ্গে পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করা হবে৷ দুই দিন ব্যাপী উৎসবকে সফল করার জন্য বিধায়ক রি’ত দাসকে চেয়ারম্যান ও মহকুমা শাসক বিজয় সিনহাকে আহ্বায়ক করে একটি মূল কমিটি ও ১০টি উপ-কমিটি গঠন করা হয়েছে৷

