ভাদোদরায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, আহত কমপক্ষে ৮ শ্রমিক

ভাদোদরা, ২৪ ডিসেম্বর (হি.স.): গুজরাটের ভাদোদরায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ৮ জন শ্রমিক। শুক্রবার ভাদোদরার মাকারপুরা জিআইডিসি এলাকায় অবস্থিত রাসায়নিক কারখানায় জোরালো শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কমপক্ষে ৭-৮ জন শ্রমিক আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের জেরে কারখানাটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুনও ধরে যায়। পরে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

দমকল অফিসার নিকুঞ্জ আজাদ জানিয়েছেন, “বিস্ফোরণের খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে আসি। প্রাণহানির কোনও খবর নেই, ৭-৮ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।” ভাদোদরা পুলিশের ডিসিপি করণরাজ্ বাঘেলা জানিয়েছেন, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ৭-৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।