Convention : মধ্যপিলাকে অনুষ্ঠিত হল বিজেপির কর্মী সন্মেলন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৩ ডিসেম্বর৷৷ ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে পূর্ব মধ্যপিলাক উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে অনুষ্ঠীতহয় কর্মী সন্মেলন৷ সংগঠনকে আরো শক্তিশালীকরে গড়েতোলার লক্ষে ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পূর্ব মধ্যপিলাক উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে এক কর্মী সন্মেলনের আয়োজনরাহয়৷ কর্মী সম্মেলনের পূর্বে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে ভারতমাতা, পন্ডীত দীনদয়াল উপাধ্যায়, স্বামী বিবেকানন্দের পতিকৃতিতে পূষ্প অর্পন ও মাল্যদান করেন ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির নেতৃত্ববৃন্দরা৷

আজকের এই কর্মী সন্মেলনে উপস্থিত ছিলেন ৩৮ জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপির দক্ষিন জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, বিজেপির দক্ষিন জেলাকমিটির সদস্য তথা জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, বিজেপির দক্ষিন জেলাকমিটির সদস্য চাথই মগ, ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির যুব মোর্চার সভাপতি কেশব চেঁধুরী, জোলাইবাড়ীর কৃষান মোর্চার মন্ডল সভাপতি সুজিত দত্ত সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা৷ কর্মী সন্মেলনে বক্তব্যরাখতেগিয়ে বক্তারা রাজ্যসরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীরকথা জনসম্মুখে তুলেধরেন৷ বিজেপিকতৃক আয়োজিত আজকের এই কর্মী সন্মেলনে লোকজনের উপস্থিতির হারছিলোলক্ষনীয়৷