Bangladesh: বাংলাদেশে যাত্রীবাহী লঞ্চে বিধ্বংসী আগুন, মৃত্যু কমপক্ষে ৩০ জনের

ঢাকা, ২৪ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের ঝালকাঠি জেলায় যাত্রিবাহী লঞ্চে বিধ্বংসী আগুন লেগে অগ্নিদগ্ধ্ হয়ে প্রাণ হারালেন কমপক্ষে ৩০ জন। জখম ও আহতের সংখ্যা অন্ততপক্ষে ৬৫। শুক্রবার ভোররাত তিনটে নাগাদ ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী ‘এম‌ভি অভিযান-১০’ নামক ল‌ঞ্চে আগুন লাগে। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন সংলগ্ন নদীতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

প্রাণে বেঁচে যাওয়া লঞ্চের যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ করে ভোররাত তিনটে নাগাদ লঞ্চের ইঞ্চিনরুমে আগুন লেগে যায়। এরপর সেই আগুন পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে গোটা লঞ্চে। সেই সময় লঞ্চে শতাধিক যাত্রী ছিলেন। কেউ কেউ প্রাণে বাঁচতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন। ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক বিল্লালউদ্দিন জানিয়েছেন, আগুন এখন নিয়ন্ত্রণে। জেলা প্রশাসক মহম্মদ জোহর আলি জানিয়েছেন, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ৬৫ জন। ঝালকাঠি হাসপাতা‌লের জরুরি বিভা‌গের দা‌য়িত্বরত সি‌নিয়র স্টাফ নার্স মিজানুর রহমান জানিয়েছেন, চিকিৎসাধীন রোগীদের ম‌ধ্যে সাত-আটটি শিশু র‌য়ে‌ছে। আহতদের বে‌শিরভা‌গেরই শরী‌রের বি‌ভিন্ন স্থান দগ্ধ হয়েছে।