আগরতলা, ২২ ডিসেম্বর(হি. স.) : ছাত্রছাত্রীদের গণিত মনস্ক হিসেবে গড়ে তুলতে আরও উৎসাহ দিতে হবে। গণিতের বিষয়ে তাদের আরও প্রশিক্ষিত করতে হবে। আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এদের মধ্যে থেকেই গড়ে উঠবে আগামীদিনের এক একজন প্রখ্যাত গণিতজ্ঞ। বিশ্ব খ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় গণিত দিবসের অনুষ্ঠানে একথা বলেন দেশের প্রখ্যাত গণিতজ্ঞ ডঃ আনন্দ কুমার। ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজি কমিউনিকেশন ও ডিএসটি-র সহায়তায় আজ রাজধানীর সুকান্ত একাডেমীর প্রেক্ষাগৃহে জাতীয় গণিত দিবস উদযাপন করা হয়েছে।
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের বরেণ্য বিজ্ঞানী, গণিতজ্ঞ সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
অনুষ্ঠানে বিশেষ বক্তার ভাষণে প্রখ্যাত গণিত বিশেষজ্ঞ আনন্দ কুমার বলেন, গণিতের ক্ষেত্রে রামানুজনের অবদান অনস্বীকার্য সেটা প্রত্যেকেরই জানা। কিন্তু এই গণিতকে আরও সহজতর করে ভীতি দূর করার ক্ষেত্রে সুপার ৩০ বিশেষভাবে জনপ্রিয় হয়েছে। ত্রিপুরা সরকারও এই সুপার ৩০ প্রোগ্রাম করার জন্য বিশেষ আগ্রহ দেখিয়েছে। তাঁর কথায়, এর জন্য সবচাইতে বেশী প্রয়োজন দক্ষ শিক্ষকের। যারা শিশুদের অঙ্ক শেখানোর জন্য সমগ্র জীবন দিতে পারেন। ছাত্রছাত্রীদের গণিত মনস্ক করতে ত্রিপুরাতেও গণিত বিষয়ক ক্লাব গড়ার জন্য রাজ্য সরকারের প্রতি অনুরোধ রাখেন তিনি।
অনুষ্ঠানে গণিত দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার সায়েন্টিস্টের চেয়ারম্যান ডঃ চন্দ্রমোলি যোশী। তিনি বলেন, রামানুজনের জন্মবার্ষিকী উপলক্ষে ৮২ দিন ব্যাপী রামানুজন অমৃত ভারত যাত্রা শুরু হয়েছিল গুজরাটে। আজ ত্রিপুরাতে গণিত দিবস উদযাপনের মধ্য দিয়ে সেই ভারত যাত্রা সম্পন্ন হচ্ছে। এই যাত্রাপথে অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিত্বদের বিশেষভাবে অভিনন্দন জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় গণিত দিবসের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রধান সচিব বি কে শাহু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধিকর্তা অনিমেষ দাস।
তিনি বলেন, জাতীয় গণিত দিবসের গুরুত্ব সাপেক্ষে প্রতি বছরই রাজ্যে এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। বর্তমানে পশ্চিম জেলার আগরতলা এবং গোমতী জেলার উদয়পুরে সায়েন্স সেন্টার রয়েছে। আগামীতে রাজ্যের আরো ৬টি জেলাতে সায়েন্স সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

